রাজ্যের খবর

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নার্স নিয়োগ, কীভাবে করবেন আবেদন

durgapur steel plant recruiting nurse check how to apply

Truth Of Bengal: মৌ বসু : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-তে প্রফিয়েন্সি ট্রেনিং প্রোগ্রামের জন্য নার্স নিয়োগ করা হবে। শূন্যপদ ৫১টি। হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। ১৮ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। হাজিরার ভিত্তিতে ভাতাও মিলবে অতিরিক্ত।

আইসিইউ, নিকু, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স প্রভৃতি বিভাগে নার্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়াক ইন ইন্টারভিউ মারফত নিয়োগ করা হবে। ৩-৫ ডিসেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ইন্টারভিউ নেওয়া হবে। কোয়ালিফায়েড নার্সরা আবেদনের যোগ্য। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের বিএসসি ডিগ্রি বা জেনারেল নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স করা থাকলে বা মিডওয়াইফেরি বা দাই রা আবেদনের যোগ্য।

কাজের অভিজ্ঞতা আবশ্যক নয় তবে নার্সিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ইন্টারভিউয়ের সময় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, পরিচয়পত্র, জীবনপঞ্জি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র আনতে হবে।

Related Articles