ভাত না পাওয়ায় রাগে দাদাকে খুন! গ্রেফতার নাবালক ভাই
minor kills brother out of anger in alipurduar

Truth Of Bengal: আলিপুরদুয়ারের শামুকতলার একটি বসতিতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সোমবার রাতে নাবালক ভাই বিমান কুজুরের হাতে খুন হলেন দাদা বাবুলাল কুজুর। এরপর দেহ লোপাটের চেষ্টায় বাড়িতেই প্রায় চার ফুট গভীর গর্ত খোঁড়ে অভিযুক্ত। তবে প্রতিবেশীর তৎপরতায় পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুলাল পেশায় দিনমজুর। ছোট ভাই বিমানের দেখভালের দায়িত্ব ছিল তাঁর ওপর। প্রায় প্রতিদিনই রান্নার দায়িত্ব পালন করতেন বাবুলাল। সোমবার রাতেও রান্না করে তিনি খেতে বসেন। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় বিমান বাড়িতে ফিরে খাবার চায়। অভিযোগ, বাবুলাল খাবার ভাত দিতে না চাইলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এরপর রাগের বশে ঘরে থাকা ইট দিয়ে বাবুলালের মাথায় আঘাত করে বিমান। এখানেই ক্ষান্ত হয়নি সে। পরে একটি বড় পাথর দিয়ে দাদার মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ।
বাবুলালের মৃত্যুর পর, দেহ লোপাটের চেষ্টা করে বিমান। সারা রাত মাটি খুঁড়ে দেহ পোঁতার সময় ঘটনাটি দেখতে পান এক প্রতিবেশী। তিনি তৎক্ষণাৎ শামুকতলা থানায় খবর দেন। পুলিশ এসে বাবুলালের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত বিমানকে আটক করে জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পর একজন আত্মীয় কৃষ্ণা কের্কেটা জানান, “ওরা দুই ভাই একসঙ্গে থাকত। বিমান রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে ঝগড়া বাঁধায়। সকালে পুলিশ এসে বাবুলালের মৃতদেহ উদ্ধার করে।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার মানুষ এই ঘটনায় হতবাক। নাবালক বিমান কীভাবে এমন একটি অপরাধ ঘটাল, তা নিয়ে সংশয়ে সবাই।