অত্যাধুনিক কাস্টমাইজেবল স্মার্টফোন আনল HMD Global
HMD Global launches cutting-edge customizable smartphone

Truth Of Bengal: মৌ বসু: Nokia ফোন নির্মাতা টেক কোম্পানি HMD Global HMD Fusion স্মার্টফোন ভারতের বাজারে আনল। শপিং সাইট অ্যামাজনের মাধ্যমে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, এর ফলে ফোনটি এই ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
HMD Fusion একটি কাস্টমাইজেবল স্মার্টফোন। এর ব্যাক প্যানেল খুলে আলাদা করা যায়। এর মধ্যে রেয়ার স্কিন, রাগেড ফ্রেম এবং লাইটিং ফ্রেম রয়েছে। ব্যবহারকারীরা ফোন খুলে এসব অ্যাক্সেসারিস ব্যবহার করে ফোনের লুক পরিবর্তন করতে পারবেন।
HMD Fusion স্মার্টফোনে 720 x 1612পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পিডযুক্ত স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট যোগ করা হয়েছে।
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে Smart EIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2MP Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে। HMD Fusion ফোনে 33W ওয়্যার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে যাতে একবার ফুল চার্জ করলে ৬৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।