বিনোদন

কন্যাশ্রী প্রকল্পের সহযোগিতায় অসাধারণ নারীতে পরিণত হওয়ার কাহিনীচিত্র সুকন্যা

Sukanya, a story of becoming an extraordinary woman with the support of the Kanyashree project

Truth of Bengal,সুনন্দা বিশ্বাস: দারিদ্রতা এবং সাধারণ নারী থেকে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের সহযোগিতাতে অসাধারণ নারীতে পরিণত হওয়ার কাহিনীচিত্র সুকন্যা। কেপি মুভিজ প্রযোজিত ও সমীর মন্ডল নিবেদিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত কাহিনী চিত্র সুকন্যার প্রিমিয়ার শো হয়ে গেল ধর্মতলা এলাকার এক প্রেক্ষাগৃহে। রাজ্যের মোট ২৬ টা হলে মুক্তি পেয়েছে সুকন্যা। এই কাহিনী চিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের এক মন্ত্রীর ভূমিকায় প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এবং পশ্চিমবঙ্গ পুলিশের মুখ্য মহানির্দেশকের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এছাড়াও স্বনামধন্য অভিনেতা সঞ্জীব সরকার অভিনয় করেছেন। খরাজ মুখোপাধ্যায় এবং দেবশঙ্কর নাগের মত খ্যাতনামা অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে দক্ষতা দিয়ে সুকন্যাকে আরো প্রাণবন্ত করেছেন।

কাহিনীচিত্রের প্রযোজক সমীর মন্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সুকন্যা সিনেমাতে দেখানো হয়েছে এক সাধারন মেয়ে কন্যাশ্রীর সুবিধা নিয়ে জীবনে কিভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। এই কাহিনী চিত্রে আরো দেখানো হয়েছে নারীদের অধিকার এবং নারী ক্ষমতার বিভিন্ন দিক। বাল্য বিবাহ রোধ, মেয়েদের স্কুলমুখী করা, বিশেষত দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায়্যের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ। বিশ্বের দরবারে সমাদৃত এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবার মুক্তি পেল সুকন্যা ছবি। এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে এক কন্যা সন্তানকে নিয়ে একা মায়ের লড়াই-কাহিনী। কীভাবে সরকারি প্রকল্পের সুবিধার মাধ্যমে সেই কন্যাসন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন শীর্ষ অফিসার হয়েছেন, তা তুলে ধরা হয়েছে এই ছবিতে।

Related Articles