Uncategorizedকলকাতা

জয়ী প্রার্থীদের শপথপাঠ করাতে বোসকে চিঠি, বিধানসভায় যাবেন রাজ্যপাল না ফের সংঘাত?

sovandeb chatterjee letter to governor cv anand bose requesting him to conduct oath taking ceremony of tmc mlas

Truth Of Bengal: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়জয়কার। নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই, মেদিনীপুর ছাড়াও মাদারিহাটও নিজেদের দখলে নিয়েছে শাসকদল। এবার জয়ী তৃণমূল প্রার্থীদের শপথবাক্য পাঠ করাতে আমন্ত্রণ জানানো হল রাজ্যপালকে। এই মর্মে রবিবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেন সিভি আনন্দ বোসকে। তবে, অতীতে দেখা গেছে বিধায়কদের শপথবাক্য পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এবার এই চিঠির কী জবাব দেন বোস, সেদিকেই নজর সকলের।

প্রসঙ্গত, বরাগনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও ফুটেছিল ঘাসফুল। তবে, জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ নিয়ে রাজভবন-বিধানসভা সংঘাত দেখেছিল বাংলার মানুষ। ধর্নায় পর্যন্ত বসেছিলেন বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে সেই শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আবারও কি সেই সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, গতকালই বাংলার রাজ্যপাল হিসেবে রাজভবনে দু বছর পূর্ণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি-ফল পাঠান বোস। পাল্টা রাজ্যপালকে মিষ্টি পাঠান রাজ্যের প্রশাসনিক প্রধানও।

তবে, কি পুরনো সংঘাত ভুলে সত্যিই ভাল হচ্ছে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক? শোভনদেবের চিঠির উত্তরে কী লেখেন বোস, তাতেই মিলবে উত্তর। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related Articles