স্বাস্থ্যক্ষেত্রেও কামাল AI-এর! কী বলছেন বিশেষজ্ঞরা?
experts share insights on uses of artificial intelligence in health sector

Truth Of Bengal: সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বেঙ্গালুরুতে। এই আলোচনা সভায় অংশ নেন মনিপাল হাসপাতালের চেয়ারম্যান সুদর্শন বল্লল, নিরাময় হেল্থ অ্যানালিটিক্স-এর সিইও গীতা মঞ্জুনাথ এবং ব্রেনসাইট এআই-এর সিইও লেইনা এমেন্যুয়েল।
আলোচনার শুরুতেই সুদর্শন বল্লল বলেন, টেলিমেডিসিন এবং রিমোট মনিটারিং-এর ক্ষেত্রে এআই সাহায্য করতে পারে। তিনি বলেন, ‘AI অনেক কিছু করতে পারে। তবে, দুর্ভাগ্যবসত স্বাস্থ্যক্ষেত্রে সেভাবে এই প্রযুক্তি প্রয়োগ করা হয় না’। তিনি উল্লেখ করেন, করোনা মহামারী টেলিমেডিসিনের ব্যবহারকে ত্বরান্বিত করেছে।
কমপ্লেক্স মেডিক্যাল ইমেজগুলো বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অপরিহার্য, মনে করছেন গীতা মঞ্জুনাথ। অপারেশনের ক্ষেত্রেও এআই-র সাহায্য নিতে পারেন চিকিৎসকেরা। পাশাপাশি, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেমে এআই-এর ভূমিকা নিয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।
স্নায়ুবিজ্ঞানে এআই- পাওয়ার্ড ব্রেন ম্যাপিং-এর ভূমিকার বিষয়ে আলোকপাত করেন লেইনা এমেন্যুয়েল। তিনি বলেন, “আমরা কানেক্টিভিটি প্যাটার্ন বোঝার জন্য উন্নত ব্রেন ম্যাপিং ব্যবহার করি, যা মানসিক ব্যাধি নির্ণয় এবং অস্ত্রোপচারের ফলাফল উন্নত করতে সহায়তা করে,”
ক্যানসার ডিটেকশনেও এআই-এর বড় ভূমিকা রয়েছে। নিরাময় হেল্থ অ্যানালিটিক্স-এর সিইও গীতা মঞ্জুনাথ বলেন, ‘প্রাথমিক পর্যায়ের ক্যানসার ধরতে থার্মাল সেনসরের ব্যবহার করা হয়। আমরা তাপমাত্রার তারতম্য পরিমাপ করি এবং এআই ব্যবহার করে রিপোর্ট তৈরি করি’। বেশকিছু প্রান্তিক এলাকাগুলোতেও এই প্রযুক্তি পৌঁছে গেছে বলে জানান তিনি।
এছাড়াও স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হয় এআই। অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং থেকে শুরু করে ডিসচার্ড সামারির পদ্ধতিটা আরও সহজ করে তুলেছে অত্যাধুনিক এই প্রযুক্তি।