রাজ্যের খবর

বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঘাসফুলের দাপট, ছ’টিতেই এগিয়ে তৃণমূল

TMC party dominates by-elections in six assembly constituencies in Bengal, Trinamool leading in all six

Truth Of Bengal: বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনায় প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ছ’টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছিল তৃণমূল। একমাত্র মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। তবে এবারের উপনির্বাচনে ছয়টি আসনেই জয়লাভ করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল।

মাদারিহাটেও এগিয়ে তৃণমূল

২০২১ সালে মাদারিহাট থেকে বিজেপি জয়ী হলেও এবারের উপনির্বাচনে প্রাথমিক গণনায় সেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। এটি তৃণমূলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

সিতাইয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী

কোচবিহারের সিতাই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় প্রাথমিক গণনায় ১৪,১৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

তালড্যাংরা ও মেদিনীপুরেও তৃণমূলের দাপট

বাঁকুড়ার তালড্যাংরা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ প্রাথমিক গণনায় এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রেও তৃণমূলের প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল।

হাড়োয়া ও নৈহাটি কেন্দ্রে শক্ত অবস্থান তৃণমূলের

উত্তর ২৪ পরগনার হাড়োয়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম প্রথম রাউন্ড গণনায় প্রায় ৭,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। নৈহাটি কেন্দ্রেও তৃণমূল এগিয়ে।

গণনা শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ছয়টি কেন্দ্রের জন্য বিভিন্ন রাউন্ডে ভোট গণনা হবে।

তালড্যাংরায় ১১ রাউন্ড

নৈহাটিতে ১০ রাউন্ড

হাড়োয়ায় ১৪ রাউন্ড

মেদিনীপুরে ১৭ রাউন্ড

মাদারিহাটে ৯ রাউন্ড

সিতাইয়ে ১২ রাউন্ড

২০২১ সালের নির্বাচনে তৃণমূল পাঁচটি আসনে জয়ী হয়েছিল। মাদারিহাটে বিজেপি ২৯,৬৮৫ ভোটের ব্যবধানে জয়লাভ করে। এবার তৃণমূল ছয়টি আসনেই জয়লাভের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে প্রতিটি গণনাকেন্দ্রে।

গত ১৩ নভেম্বর আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনার প্রাথমিক প্রবণতা দেখে মনে করাই যেতে পারে যে, তৃণমূলের ছ’য়ে ছয় করার সম্ভাবনা উজ্জ্বল।

Related Articles