উপহার হিসাবে ৭০টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া
Russia sends more than 70 animals to North Korea as gifts

Truth of Bengal: উপহার হিসাবে ৭০টির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া। এই তালিকায় একটি আফ্রিকান সিংহ ও দুটি বাদামি ভালুক রয়েছে। রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে রুশ সরকার। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার হিসাবে এসব প্রাণী পাঠানো হয়েছে।
প্রাণীগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর বিষয়টি দেখভাল করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোজলভ। উড়োজাহাজে করে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পাঠানো হয়। এ সময় সঙ্গে ছিলেন মস্কো চিড়িয়াখানার প্রাণী চিকিৎসকেরা। প্রাণীগুলি ইতিমধ্যে পিয়ং ইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানায়, উপহার হিসাবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলি গ্রহণ করেছে পিয়ং ইয়ং।
এর আগে গত এপ্রিলে পিয়ং ইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য বিভিন্ন প্রজাতির পাখি পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ছিল ঈগল, সারস ও তোতা। গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একটি চুক্তি করেন পুতিন। সফরে পুতিনকে এক জোড়া কুকুর উপহার দেন কিম। কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের ছিল। বিশেষ করে পুতিনের এই সফরের পর পিয়ং ইয়ং ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।