কলকাতারাজ্যের খবর

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ডঃ প্রণব কুমার, সরলেন মুরলীধর শর্মা

Major reshuffle in state police, Dr. Pranab Kumar takes charge, Muralidhar Sharma transferred

Truth Of Bengal: রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের রদবদল ঘটাল নবান্ন। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদ থেকে সরানো হয়েছে মুরলীধর শর্মাকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন ড. প্রণব কুমার। পাশাপাশি, বদল করা হয়েছে কলকাতার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান এবং হাওড়া কমিশনারেটের একাধিক গুরুত্বপূর্ণ পদেও।

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদে এতদিন ছিলেন মুরলীধর শর্মা। এবার তাঁকে বারাকপুরের রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। এই পদে এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন ড. প্রণব কুমার। তাঁকেই এবার আনা হল কলকাতার অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা প্রধানের দায়িত্বে।

হাওড়া কমিশনারেটেও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়াকে বদলি করে সাইবার ক্রাইমের সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার ডিসি (সাউথ) পদে থাকা বিশ্বজিৎ মাহাতোকে ডিসি (সেন্ট্রাল)-এ আনা হয়েছে। ডিসি (সেন্ট্রাল) পদে থাকা সুবিমল পাল হাওড়া (গ্রামীণ) পুলিশের সুপার পদে বদলি হয়েছেন। আইবি থেকে সুরিন্দর সিংকে হাওড়ায় ডিসি (সাউথ) পদে আনা হয়েছে।

এই রদবদল নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক অপরাধ বৃদ্ধির কারণে গোয়েন্দা বিভাগের সক্রিয়তা নিয়ে উঠতে থাকা প্রশ্নের জবাব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর শেষের আগেই পুলিশ প্রশাসনের এই বড়সড় রদবদলে কতটা পরিবর্তন আসে, এখন সেটাই দেখার বিষয়।

Related Articles