বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ! একটি হাসপাতালেই ৭ রোগীর মৃত্যু
7 dengue patients died in one hospital in bangladesh

Truth Of Bengal: বাংলাদেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়ও। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
ময়মনসিংহ মেডিকেলে ১৯ দিনে মৃত্যু হয়েছে ৭ ডেঙ্গু রোগীর। সোমবার হাসপাতালে ভর্তি ছিলেন মোট ২৯ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যো ২৩ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২টি শিশু। আক্রান্ত রোগীদের অধিকাংশই ময়মনসিংহ শহরের পাশের জেলা-উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে এসে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছ। হাসপাতালের দাবি, অধিকাংশ রোগীই খুব খারাপ অবস্থায় এসে ভর্তি হওয়ার ফলে তাদের বাঁচানো সম্ভব হয়নি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের এক কর্মকর্তার দাবি, ‘শহরের ভেতরে ডেঙ্গু সংক্রমণ তেমন নেই, ময়মনসিংহ মেডিকেলে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তাঁরা সবাই শহরের বাইরের বাসিন্দা।
তিনি আরও দাবি করেন, যে সব এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, সে সব এলাকার আশপাশে মশার ওষুধ নিয়মিত দেওয়া হচ্ছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।