মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ই পাখির চোখ মানালোর
Bird's Eye View of Manalo in friendly match against Malaysia

Truth of Bengal: সোমবার গাচিবউলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভারত মুখোমুখি হবে মালয়েশিয়ার। এই ম্যাচের আগে রবিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ভারতীয় সিনিয়র পুরুষ দলের কোচ মানালো মার্কুওয়েজ বলেন, মালেয়শিয়া ম্যাচে আমার দল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। কেননা, আগামী বছর মার্চ মাসে এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে ভারতকে। সেই ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিতে হবে আমাদের। তাই সোমবারের ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না বলে জানান ভারতীয় দলের প্রধান কোচ। কেননা এর পর আইএসএল শুরু হয়ে যাবে। তখন আর জাতীয় দলের ম্যাচ থাকবে না। ফলে ঘরের মাঠে ফিফা তালিকায় ভারতের থেকে ৮নম্বর পিছনে থাকা মালয়েশিয়া ম্যাচে জয় এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচের আগে মনবীর-লিস্টন-ছাংতে-আনোয়ারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিতে বদ্ধ পরিকর ভারতীয় দলের স্প্যানিশ কোচ।
গত ভিয়েতনাম ম্যাচের প্রসঙ্গ তুলে মানালো জানান, গত অক্টোবর মাসে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। কিন্তু তা হয়নি। কারণ আমার ছেলেরা অনেক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। কাজেই সোমবারের ম্যাচে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য বার বার করে ছেলেদের বুঝিয়েছি। দেখা যাক এখন শেষ পর্যন্ত ছেলেরা মাঠে কি পারফরম্যান্স করে। বিপক্ষ দল মালয়েশিয়ার সম্বন্ধে বলতে গিয়ে মানালো জানান, মালয়েশিয়া যে ধরনের ফুটবল খেলে আমরা সেটা জানি। আমি ব্যক্তিগতভাবে ওঁদের কোচকেও ভালোভাবে চিনি। আশাকরি আমরা দুটি দলই ভাল ফুটবল উপহার দিতে পারব।
অপর দিকে মানালোর প্রশংসাও পঞ্চমুখ হয়ে উঠলেন মালয়েশিয়ার কোচ পাও মার্টি। তিনি বলেন, মানালো এবং আমি একই শহরের বাসিন্দা। সে একজন সেরা কোচ বলেই আমার মনে হয়। তাঁর কোচিং অভিজ্ঞতাও যথেষ্ট ভাল। লা-লিগায় বিভিন্ন ক্লাবে কোচিংও করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। একটা সময় মানালো আমার কোচিং-এর আইডল ছিলেন। ওঁনার দলের বিপক্ষে আমার দল খেলার সুযোগ পেয়েছে। যাতে আমি ভীষণ আনন্দিত।
তবে আমার মনে হয়, যে দলই জিতুক, সহজে জয় আসবে না। তবে আমার দলের ছেলেরাও সোমবার ম্যাচ জেতার জন্যই মাঠে নামবে। এবং সেরাটা দিয়েই ভারতের বিরুদ্ধে লড়াই করবে বলেই জানান মালয়েশিয়ার কোচ। এই সাংবাদিক সম্মেলনে মানালোর সঙ্গে উপস্থিত ছিলেন মেন-ইন-ব্লুজ দলের অন্যতম স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। মানালোর কোচিংয়ে তিন ম্যাচ খেলা এডমুন্ড জানান, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমাদের প্রস্তুতি ভালমতোই হয়েছে। আমরা জেতার ব্যাপারে আশাবাদী।