ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা! যোগী রাজ্যে গতির বলি নবদম্পতি সহ ৭
Accident while overtaking! 7 including newlyweds die in speeding accident in Yogi state

Truth Of Bengal: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌরে। শনিবার সকালে বিজনৌরের ধামপুরের কাছে ৭৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে দুর্ঘটনাটি। জানা যায়, ঝাড়খণ্ড থেকে টেম্পোতে ফিরছিলেন একই পরিবারের ৬ জন সদস্য। তাঁদের মধ্যে ছিল একটি সদ্যবিবাহিত দম্পতিও। হঠাৎই সেই টেম্পোটিতে এসে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছজন যাত্রীর। আহত চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা এবং এক শিশু ছিল। আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
Uttar Pradesh: 7 people died after a car and tempo met with an accident in Bijnor. The family was returning to Bijnor after a wedding in Bihar. The bride and groom and four members of the family died. Two people are injured and have been admitted to CHC. The accident happened due…
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 16, 2024
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটার গতি এতটাই বেশি ছিল যে দুমরে মুষরে যায় টেম্পোটি। প্রশ্ন উঠছে, এই ঘটনা কীভাবে ঘটল। মনে করা হচ্ছে, ঘন কুয়াশা এই ঘটনার একটা কারণ হতে পারে। শীত পড়ছে। সকালেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল এলাকা। ফলে, দৃশ্যমানতা কমে গিয়েছিল অনেকটাই।
এছাড়াও জানা যায়, অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘাতক গাড়িটি। এরপরেই জোর গতিতে ধেয়ে এসে টেম্পোতে ধাক্কা মারে।
এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।