মধ্যরাতে কলকাতার নিমতলা ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, রাতেই ঘটনাস্থলে দমকল মন্ত্রী
Devastating fire breaks out at Kolkata's Nimtala Ghat in the middle of the night

Truth Of Bengal: শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা ঘাটের কাছে ঘটে যায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে জানা গেছে, রাত দেড়টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা এবং দাহ্য বস্তু থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অন্তত ১৫-১৭টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছেন। এলাকাবাসীরা জানিয়েছেন, আগুন লাগার আগে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। দমকল সূত্রে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক ও নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শশী পাঁজা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, আপাতত তাদের অস্থায়ীভাবে কমিউনিটি হলে পুনর্বাসন দেওয়া হবে। পরে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থাও করবে সরকার।
শনিবার সকালেও ক্ষতিগ্রস্ত এলাকায় ধোঁয়া বের হতে দেখা গেছে। দমকলকর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত।