দেশ

মণিপুরে আরও ৬ থানায় জারি আফস্পা, জাতিহিংসা নিয়ে সরকারকে তোপ বিরোধীদের

AFSPA imposed on 6 more police stations in Manipur, opposition slams government over caste violence

Truth Of Bengal: মণিপুরে কিছুতেই থামছে না জাতিহিংসা। ক্রমশ বেড়ে চলেছে কুকিও মেইতেই-দের সংঘাত। গত মে মাস থেকে এপর্যন্ত ২০০-র ওপর মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে জিরিবামে ৩মহিলাও ৩ শিশুকে অপহরণের ঘটনায় উদ্বিগ্ন মেইতেই সম্প্রদায়। দিল্লি মেইতেই কো-অর্ডিনেশন কমিটি শিশুও মহিলাদের মুক্তির আবেদন করে সরব হয়েছে।তাঁদের দাবি,বেছে বেছে শিশুও মহিলাদের টার্গেট করছে অপহরণকারীরা।

মূলত কুকীও মেইতেইদের জাতিগত সংঘাত বেড়ে যাওয়ায় নতুন করে কয়েকটি জেলায় জারি হয়েছে আফস্পা। জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে চালু করা হল ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা আফস্পা। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করেছে বিবৃতি। জাতিহিংসার অশান্তি বন্ধে বিজেপি সরকার ব্যর্থ হওয়ায় তোপ দাগছে বিরোধী শিবির।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে মণিপুরে লাগু হয় আফস্পা। কঠোর আইন কার্যকর করা নিয়ে নানা মহল থেকে আপত্তি তোলা হয়। যার জন্য ২০০৮সালের পর সেই আফস্পা আইন তুলে নেওয়া হয়। এখন অশান্তি নিয়ন্ত্রণেও পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র এই আফস্পাকেই  হাতিয়ার করছে।

মূলত পাহাড়ি এই রাজ্যে হিংসাত্মক পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। কুকিও মেইতেইদের মধ্যে বিদ্বেষ কমাতে বিজেপি সরকার কোনও চেষ্টা করছে না বলে এই অবস্থা বলে অভিযোগ বিরোধীদের। এরমধ্যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি তোলেন অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুন। যাতে কেন্দ্রও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার এই উঃপূর্বাঞ্চলের রাজ্যকে শান্তিও উন্নয়নের পথে রাখতে পারে সেজন্য প্রশাসনিক কঠোর পদক্ষেপেরও দাবি উঠেছে।

Related Articles