আন্তর্জাতিক

বড় বদল মার্কিন সংবিধানে? ট্রাম্পের ইঙ্গিতে শুরু জল্পনা

Major changes to the US Constitution? Speculation begins after Trump hints

Truth of Bengal: আমেরিকার সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতি দুদফায় আট বছর ক্ষমতায় থাকতে পারেন। সেই নিয়ম কি বদলে দেবেন ট্রাম্প? এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

বুধবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠক ছিল তাঁর। তার আগে হাউস অফ রিপ্রেসেন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। সেখানে বলেন, সমর্থকরা যদি চান, তৃতীয়বারের জন্যও মার্কিন মসনদে বসতে পারেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাংবিধানিক বিধি ভাঙার ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প। তিনি বলেন, ‘মনে হয় না এরপর আর রাষ্ট্রপতি নির্বাচনে লড়ব। তবে, আপনারা যদি বলেন, সেক্ষেত্রে আলাদা কথা’।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ পর্যন্ত ছিলেন ক্ষমতায়। ২০২০-তে জো বাইডেনের কাছে হার স্বীকার করতে হয় তাঁকে। এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ফের হোয়াইট হাউস দখল করেছেন ট্রাম্প।  আবার ২০২৮ সালে মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। সাংবিধানিক বিধি অনুযায়ী আর রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে পারবেন না তিনি। তবে, সংবিধানে যদি বদল আনা হয়, তাহলে ফের একবার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে রিপাবলিকান নেতার। বিধি কি বদল করবেন ট্রাম্প, বলবে সময়।

Related Articles