কোচিং সেন্টারের বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কড়া কেন্দ্র, জারি বিজ্ঞপ্তি
Center issues stricter regulations to control misleading advertisements of coaching centers

Truth Of Bengal: কোচিং ইনস্টিটিউটের বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করতে বুধবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। ‘১০০ শতাংশ সিলেকশন, ১০০ শতাংশ চাকরির সুযোগ’, প্রায়ই দেখা যায় এমন সব বিজ্ঞাপন। ন্যাশনাল কনজ্যুমার হেল্পলাইনে এই সংক্রান্ত একর পর এক অভিযোগ আসার পরেই নড়চড় বসে কেন্দ্র। বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করতে বুধবার নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল কনজ্যুমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। প্রায় ৫৪ টি নোটিশ ইস্যু করেছে সিসিপিএ। এখনও পর্যন্ত ৫৪ লক্ষ টাকার জরিমানা দেওয়া হয়েছে।
কনজ্যুমার অ্যাফেয়ারের সম্পাদক নিধি খারে এ বিষয় বলেন, ‘আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে কোচিং সেন্টারগুলো তাই এই বিজ্ঞপ্তি। তাঁর সংযোজন, ‘সরকার এই কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে নয়। তবে, বিজ্ঞাপনগুলোর মান এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে’।
প্রসঙ্গত, নতুন জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়। কোচিং সেন্টারগুলোকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোর্স, কোর্সের ফি, সময়কাল, ফ্যাকাল্টিদের প্রসঙ্গে কোনওরকম ভুল তথ্য দেওয়া যাবে না। পাশাপাশি, পরীক্ষার ব়্যাঙ্কিং, কাজের নিশ্চয়তা বিষয়গুলো নিয়ে দিতে হবে সঠিক তথ্য। লিখিত সম্মতি ছাড়া সফল প্রার্থীদের নাম, ছবি ব্যবহার করা যাবে না।
‘প্রিভেনশন অফ মিসলিডিং অ্যাডভারটাইসমেন্ট ইন কোচিং সেক্টর’ নামক এই বিজ্ঞপ্তিতে একাডেমিক সহায়তা থেকে শুরু করে শিক্ষা, নির্দেশিকা এবং টিউশন পরিষেবা, সবধরণের বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। খারে, যিনি সিসিপিএ প্রধানও বলছেন, ‘কোচিং সেন্টারগুলোর উচিত পরিষেবা, সুযোগ-সুবিধা, সংস্থান এবং পরিকাঠামো সংক্রান্ত সঠিক তথ্য দেওয়া। স্বচ্ছতা বজায় রাখতে তাদের দেখানো উচিত যে, অফার করা কোর্সগুলি AICTE, UCG-র মতো কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত’।