আশীর্বাদ নিতে পা ছুঁতে গেলেই নীতিশকে থামালেন প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও
PM stops Nitish from touching his feet to seek blessings, viral video

Truth Of Bengal: ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর আবারও তাঁকে থামান প্রধানমন্ত্রী। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি এবং জেডিইউ-র বেশকিছু সিনিয়র নেতা। সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।
🚨 BIG! Bihar CM Nitish Kumar once again tries to touch PM Modi’s feet 💖
– Modi ❤️ Nitish bond is getting stronger & stronger…! pic.twitter.com/dhrxqm3Ecz
— Megh Updates 🚨™ (@MeghUpdates) November 13, 2024
বুধবার বিহারের দারভাঙায় একটি সরকারী কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। বিহারবাসীর জন্য এদিন ১২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সঙ্গে ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তখনই মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যান তিনি।
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রীর পা ছুঁলেন নীতিশ। এর আগে দিল্লিতে এনডিএ-র বৈঠকে মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যান বিহারের মুখ্যমন্ত্রী। সেবারেও তাঁর হাত ধরে নিয়েছিলেন মোদী। লোকসভা ভোটের প্রচারেও একই মঞ্চে ছিলেন মোদী এবং নীতিশ। তখন তাঁকে মোদী অভিনন্দন জানাতে গেলে, নীতিশ আবারও তাঁর আশীর্বাদ নিতে নিচু হন। সেই ভিডিও শেয়ার করে নীতিশ কুমারকে কড়া আক্রমণ শানিয়েছিল আরজেডি।
जब नरेंद्र मोदी के पैर छूने के लिए झुके नीतीश कुमार… मोदी ने पकड़ लिया हाथ
बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने आज संसदीय दल की बैठक को संबोधित करते हुए कहा कि जेडीयू पूरी तरह से प्रधानमंत्री पद के लिए नरेंद्र मोदी का समर्थन करती है. भाषण देने के बाद जब वह वापस मंच पर वापस लौटे… pic.twitter.com/E0P8OO7fmJ
— AajTak (@aajtak) June 7, 2024
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর ছিলেন নীতিশ কুমার। তবে, সুবিধা বুঝে ‘পাল্টুরাম’ ঝাঁপিয়ে পড়েন এনডি শিবিরে। লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে, কেন্দ্রে সরকার গড়তে মোদীকে নির্ভর করতে হয়েছে এনডিএ জোটের ওপর, বিশেষ করে জেডিইউ-র নীতিশ কুমার এবং টিডিপি-র চন্দ্রবাবু নায়ডু। প্রসঙ্গত, ভোটের পরে কেন্দ্রের বাজেটেও জোট শরিকদের প্রতি দরাজ হস্ত হতে দেখা গিয়েছিল মোদি সরকার। আর ফের একবার প্রধানমন্ত্রীর পা ছুঁতেই বিরোধীদের নিশানায় নীতিশ।