বিয়ের মরসুমের আগে ২দিনে সোনার দর কমল ২ হাজার টাকার কাছে
Gold prices fall by nearly Tk 2,000 in 2 days ahead of wedding season

Truth Of Bengal: লাগাতার কমছে টাকার দাম। ডলারের নিরিখে টাকার দর কমে দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সা।টাকার লাগাতার দাম পড়ায় বাজারে অস্থিরতা জারি আছে। তবে এই অস্থিরতার মাঝে কিছুটা স্বস্তি দিচ্ছে সোনার দাম। এক ধাক্কায় সোনার দাম কমেছে দেড় হাজার টাকার বেশি। তার আগে দিনও দাম কমেছিল প্রায় ৫০০ টাকা।
গত ২ দিনে প্রায় ২ হাজার টাকা দাম কমেছে সোনার। অগ্রহায়ন-পৌষ মাসে বিয়ের মরসুম রয়েছে। কন্যা দায়গ্রস্ত পিতারা চান, বিয়ের আগেই সোনা –রুপো কিনে রাখতে। এই অবস্থায় সোনার দাম কিছুটা কমায় তাঁদের সুবিধা হবে বলে ব্যবসায়ীদের আশা। বাজারে সোনার দর কমলে ক্রেতাদের চাহিদাও বাড়বে বলে তাঁরা মনে করছেন।
শুধু সোনা নয়, রুপোর দামও বুধবার প্রতি কেজিতে কমেছে ২ হাজার ২০০ টাকা। সোনা-রুপোর মতো মূল্যবান জিনিসের দর ওঠানামা করায় তার দিকে লক্ষ্য রাখছে ব্যবসায়ীরা। উল্লেখ্য,সোনার দর আন্তর্জাতিক আর্থিক অবস্থাও বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে। দেশের বাজারের কী অবস্থা তাও প্রভাব ফেলে সোনার দরে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি বাজারে চাঙ্গা ছবি দেখা যায়। এই কারণেই সোনা-রুপোর দাম কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।