আন্তর্জাতিক

চাপ বাড়ল হাসিনার, ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি আইজিপিকে

Pressure mounts on Hasina, writes to IGP to issue Interpol red notice

Truth Of Bengal: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ ময়নুল ইসলামকে এ চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম।

এর আগে রবিবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, যে খুনি গোষ্ঠী জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালিয়েছেন, যাঁরা পালিয়ে আছেন, তাঁদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটা খুবই দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, তাদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ ও আন্তরিকতা নিয়ে কাজ করব।

প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনা, ওবায়দুল কাদের-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Related Articles