খেলা

টাইগারদের হারিয়ে সিরিজ জয়ের দিনেই নতুন নজির গুরবাজের

Gurbaz set a new example on the day of the series win by defeating the Tigers

Truth Of Bengal: শারজার মাটিতে অনুষ্ঠিত একদিনের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সদ্য সিরিজ জয় করেছে আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচটিতে অসাধারণ ব্যাটিং উপহার দিলেন দুই আফগান ব্যাটসম্যান রহমনুল্লা গুরবাজ ও আজমাতুল্লা ওমরজাই। মূলত এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরেই ম্যাচ হারার পাশাপাশি সিরিজও হারতে হল টাইগারদের।

ম্যাচে ১২০টি বল খেলে শতরান পূর্ণ করেন আফগান ব্যাটসম্যান গুরবাজ। এই শতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে নিজের ক্রিকেট ক্যারিয়ারে এক নজিরও গড়লেন গুরবাজ। দ্বিতীয় কমবয়সী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮টি সেঞ্চুরি করে ফেললেন নাইট ব্যাটসম্যান গুরবাজ। এবং পিছনে ফেলে দিলেন এতদিন তালিকার দু নম্বরে থাকা লিটল মাস্টার শচিন তেন্ডুলকরকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিন ৮টি সেঞ্চুরি করেছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে। এবং গুরবাজ নিজের অষ্টম শতরানটি পূর্ণ করলেন ২২ বছর ৩৪৯ দিন বয়সে। এই তালিকার এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। প্রোটিয়া ক্রিকেটার ২২ বছর ৩১২ দিনে এই রেকর্ড গড়েছিলেন।

তালিকায় থাকা আরও ক্রিকেটাররা হলেন, বিরাট কোহলি, বাবর আজম। অবশ্য বিরাট এই নজির গড়েছিলেন ২৩ বছর ২৭ দিনে। এবং বাবর গড়েছিলেন ২৩ বছর ২৮০ দিনে। এখানেই শেষ নয়। তৃতীয় একদিনের ম্যাচে টাইগারদের এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আফগান ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটের তালিকায় উঠে এলেন এক নম্বরে।

Related Articles