রাজ্যের খবর

রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন, ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ

By-elections to 6 centers of the state, 108 companies will be polled under the supervision of central forces

Truth Of Bengal: আগামীকাল রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এই ৬টি কেন্দ্রের ১৫৮৩টি বুথে কেন্দ্রীয় বাহিনীর ১০৮ কোম্পানি মোতায়েন করা হয়েছে, সাথে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ।

এই উপনির্বাচনে ভোট হবে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়া, কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে। নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ভোট কর্মীরা বুথে পৌঁছাতে শুরু করেছেন। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে প্রত্যেকটি বুথে কড়া নজরদারি থাকবে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মেদিনীপুর কেন্দ্রের বুথের সংখ্যা সবচেয়ে বেশি, মোট ৩০৪টি। এছাড়া সিতাইয়ে ৩০০টি, মাদারিহাটে ২২৬টি, নৈহাটিতে ২১০টি, হাড়োয়ায় ২৭৯টি এবং তালডাংরায় ২৬৪টি বুথে ভোট হবে।

২০২১ সালে এই ছয় কেন্দ্রের পাঁচটিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবং একমাত্র মাদারিহাট কেন্দ্রে বিজেপির মনোজ টিগ্গা নির্বাচিত হয়েছিলেন। তৃণমূলের লক্ষ্য এবারও সব কেন্দ্রে জয় নিশ্চিত করা, তবে বিরোধীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে প্রস্তুত।

নির্বাচনে অংশগ্রহণকারী বিধায়করা লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। নৈহাটির পার্থ ভৌমিক (ব্যারাকপুরের সাংসদ), হাড়োয়ার হাজি নুরুল ইসলাম (মৃত, বসিরহাটের সাংসদ), মেদিনীপুরের জুন মালিয়া (মেদিনীপুরের সাংসদ), তালডাংরার অরূপ চক্রবর্তী (বাঁকুড়ার সাংসদ), সিতাইয়ের জগদীশচন্দ্র বর্মা (কোচবিহারের সাংসদ) এবং মাদারিহাটের মনোজ টিগ্গা (আলিপুরদুয়ারের সাংসদ) এবার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।

আসন্ন নির্বাচনের ফলাফল কোন দলের পক্ষে যায়, তা সময়ই বলবে।

Related Articles