উপ নির্বাচনের আগেই বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়
Trinamool worker shot dead in Basirhat ahead of by-elections, creating tension in the area

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের হাজরাতলা মাঠপাড়া এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম আনন্দ সরকার (৪৪)। তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। সোমবার রাতে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় বাড়ির কাছেই পুকুরের সামনে বেশ কয়েকজন দুষ্কৃতি এসে তার মাথায় গুলি করে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনন্দ সরকারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কৃতদের মোবাইল কল রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে।
নিহতের স্ত্রী অষ্টমী সরকার দাবি করেছেন, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল, এবং সেই কারণে প্রায়ই তাদের হুমকি দেওয়া হচ্ছিল। এদিকে, আনন্দ সরকারের বাবা কার্তিক সরকার অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
ইতিমধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বকে। এই হত্যাকাণ্ড শুধুমাত্র জমি বিবাদের কারণে ঘটেছে নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, তার তদন্ত করছে পুলিশ।