রাজ্যের খবর

অসুস্থ বিমান বসু, ঝুঁকি না নিয়ে ভর্তি করা হল হাসপাতালে 

Ill Biman Basu admitted to hospital without taking any risks

Truth Of Bengal: অসুস্থ বিমান বসু। কোনও রকম ঝুঁকি না নিয়ে প্রবীণ এই সিপিএম নেতাকে সোমবার রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর জ্বর হয়েছিল। কিন্তু রাতে জ্বর না-কমায় বিমানকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বিমান বসুর শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, কোনও সংক্রমণ থেকে জ্বর হয়েছে কিনা, মঙ্গলবারই তা পরীক্ষা করে দেখা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন।

তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।” দল সূত্রে খবর পাওয়া গেছে, প্রবীণ সিপিএম নেতা দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন। মালদহ থেকে শরীর খারাপ হতে থাকে তাঁর। জ্বর না কমায় সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সূত্র মারফত খবর আসে, বিমান নাকি প্রথমে হাসপাতালে যেতে রাজি ছিলেন না। তিনি মনে – প্রাণে চেয়েছিলেন, স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। তবে শেষমেশ বিমানকে অনেক বুঝিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই বিমানকে দেখতে সেলিম-সহ দলের অন্য নেতারা হাসপাতালে যান।