রাজ্যের খবর

উপনির্বাচনের আগের দিনই রাজ্যের পাঁচ জায়গায় ইডি হানা

ED raids five places in the state a day before by-elections

Truth Of Bengal: উপনির্বাচনের আগের দিন রাজ্যের পাঁচ জায়গায় একযোগে ইডির অভিযান। কলকাতা ও কলকাতা সংলগ্ন এই ৫ জায়গায় সূর্যের আলো ফোটার আগেই ইডি আধিকারিকরা পৌঁছে যান। একযোগে শুরু হয় তল্লাশি। ঝাড়খন্ড আদালতে একটি মামলার ভিত্তিতে এই অভিযান। অভিযোগ বাংলাদেশ থেকে টাকা এপারে এনে তা সাদা করা হচ্ছিল। একটি আন্তর্জাতিক চক্র এই ঘটনায় সক্রিয় রয়েছে।

হাওয়ালার টাকা সাদা করে তা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হচ্ছিল। নির্দিষ্ট বেশ কিছু অভিযোগের ভিত্তিতে সাতসকালে এই অভিযান। সকাল থেকে তল্লাশি পর্ব চলছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম বিরাটি বনগাঁ এলাকায় তল্লাশি চলছে। উত্তর ২৪ পরগনা জেলায় দুটি বিধানসভায় উপনির্বাচন রয়েছে। নৈহাটি এবং হাড়োয়া এই দুই বিধানসভা কেন্দ্রে রাত পোহালে নির্বাচন। তার আগেরদিন এই ইডি অভিযান।

  • অনুপ্রবেশ ও হাওয়ালা অভিযোগে একযোগে ইডি অভিযান
  • রাজ্যে উপনির্বাচনের আগের দিন পাঁচ জায়গায় ইডি অভিযান
  • হাওয়ালার কালো টাকা সাদা করার আন্তর্জাতিক চক্র রমরমা
  • ঝাড়খন্ড আদালতে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে ইডি অভিযান
  • কলকাতা সহ সংলগ্ন পাঁচ জায়গায় একযোগে ইডি হানা
  • পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট ১২ জায়গায় ইডি অভিযান
  • মধ্যমগ্রাম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এক অভিযুক্তের বাড়িতে অভিযান
  • এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই অভিযান
  • অনুপ্রবেশ ও হাওলার এজেন্টদের খোঁজে এই বিশেষ অভিযান
  • বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে কালো টাকা এনে সাদা করার অভিযোগ
  • অবৈধভাবে অনুপ্রবেশ ও বেআইনি সামগ্রী সীমান্ত পার করে নিয়ে আসার অভিযোগ

Related Articles