
Truth of Bengal: ম্যানেজার বদলেই বদলে হতে শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভাগ্য। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগেও জয়ের মুখ দেখল তারা। লেস্টার সিটিকে হারাল ৩-০ গোলে। ম্যাচের ১৭ মিনিটেই রেড ডেভিলসদের এগিয়ে দেন পর্তুগিজ মিডিও ব্রুনো ফার্নান্ডেজ। ৩৮ মিনিটে ভিক্টরের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ম্যান-ইউ। ৮২ মিনিটে আলেজান্দ্রো গারমাচোর গোলে জয় নিশ্চিত হয়ে নিস্টলরয়ের দলের।
গত ২৭ অক্টোবর এরিগ টেন হ্যাগ দায়িত্ব ছাড়ার পর সাময়িক ম্যান-ইউয়ের হটসিটে বসেছিলেন নিস্টলরয়। মাত্র ৪টি ম্যাচে তাঁর প্রশিক্ষণে খেলেছিল ম্যাঞ্চেস্টারের ক্লাবটি। তার মধ্যে তিনটিতে জয় একটিতে ড্র করে অপরাজিত কোচের তকমাও জুটল তাঁর কপালে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ১৩ নম্বর স্থানে রইল রেড ডেভিলসরা। তাঁদের সংগ্রহ ১১ ম্যাচে ১৫ পয়েন্ট।
ম্যান-ইউ জয় পেলেও ইপিএল-এর লন্ডন ডার্বি শেষ হল অমীমাংসিতভাবে। খেলার ফল ১-১। এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের সন্ধান পায় আর্সেনাল। মাইকেল আরতেতার দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন গার্বিয়েল মার্তিনেলি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭১ মিনিটে পেদ্রো নেটোর গোলে সমতায় ফেরেন ব্লজরা। ম্যাচে পুরো পয়েন্ট না পেলেও টেবিলের তিন ও চার নম্বরে উঠে এল এই দুই দল।
অপর একটি ম্যাচে জয় পেল লিভারপুল। অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারাল তারা। আর্নে সল্টের দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডারউইন নুনেজ ও মহম্মদ সালাহ। ম্যাচ জিতে পয়েন্টের শীর্ষেই থাকল লিভারপুল। তাঁদের সংগ্রহ ১১ ম্যাচে ২৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি।