
Truth of Bengal: গত বছরই সাত পাকে বাঁধা পড়েছিলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপরা। বর্তমানে একে অপরের সঙ্গে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন তারা। মনোনিবেশ করেছে ধর্মে-কর্মেও। সম্প্রতি রাঘব চাড্ডার দিল্লির বাড়িতে রাঘব পরিণীতিকে আশীর্বাদ করতে পৌঁছেছিলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। সেদিন ছিল তারকা দম্পতির বাড়িতে পাদুকা পুজো।
যেখানে দুই পরিবারের ঘনিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানেই শঙ্করাচার্যকে আমন্ত্রন জানিয়েছিলেন রাঘব-পরিণীতি। পুজো শেষে শঙ্করাচার্যের পা ধুঁইয়ে আশীর্বাদ নিয়েছিলেন তারা। সেই দিনটির সপ্তাহ দুয়েক পরই রাঘব-পরিণীতি পৌঁছে গেলেন বারানসীতে। রবিবারই তারা প্রথমে পৌঁছন প্রয়াগরাজে। এই তারকা দম্পতিকে এত কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই প্রায়। আনন্দে মতে ওঠেন গঙ্গা সেবা নিধির সদস্যরাও। বস্ত্র, প্রসাদ ও স্মাকর লিপি দিয়ে তাদের সাদরে আমন্ত্রন জানান, কমিটির সভাপতি।
সেই বস্ত্র পরিধান পরেই ঘাটে বসে পুজো করলেন রাঘব চাড্ডা, করলেন আরতিও। দ পাশাপাশি এই তারকা দম্পতির পুজোয় বসার মুহূর্তও হয়ে যায় ক্যামেরাবন্দি। সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল। তাদের একাধিক অনুরাগীর তাতে মন্তব্য, ‘তারকাদম্পতির বেশ মনযোগ গিয়েছেন ধর্মে-কর্মে’। এমনকী কেউ কেউ আবার নতুন সদস্য আসছেন কিনা, তা জিজ্ঞাসা করে প্রশ্নও তুলেছেন। আপাতত তাদের অনুগামীরা তাদের ধর্ম-কর্মে মন দেওয়ায় বেশ প্রশংসামুখর হচ্ছেন। এমনকি ওই ভিডিওতে কমেন্ট করেছেন রাঘব চাড্ডার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও।