কলকাতা

ফের বিমানে বোমাতঙ্কে তোলপাড়,তড়িঘড়ি দমদম বিমানবন্দরে নামানো হল বিমান

Bomb scare on plane again, plane hastily landed at Dum Dum airport

Truth of Bengal: বিমানে রাখা আছে। এই হুমকি আসার পরই দমদম বিমানবন্দরে তড়িঘড়ি নামানো হয় বিমান।কলকাতা বিমানবন্দরে ৭টি বিমান অবতরণ করা হয়। গত ২৪অক্টোবর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল বিমান যাত্রীদের মধ্যে। এরপর গত ২৮অগাস্ট আবারও হুমকি মেলে। কলকাতা গামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

এবার বেসরকারি বিমান সংস্থা ভিস্তারার বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবার বোমাতঙ্ক বিমানে।চলন্ত বিমানে বোমা আছে বলে রবিবার ফোন আছে। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করা হয় বিমানের। কলকাতা বিমানবন্দরে তীব্র আতঙ্ক ছড়ায়।যদিও বিমানে কিছুই মেলেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রশ্ন উঠছে,কেন একের পর এক বিমানে বোমাতঙ্কের আঁচ এসে পড়েছে কলকাতা বিমানবন্দরে। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন কয়েকশো বিমান যাতায়াত করে। বিমানবন্দরে রয়েছে কড়া নিরাপত্তা।তবুও নজরদারির মাঝে বারবার এই বোমাতঙ্কের আতঙ্ক তাড়া করে বেড়ায় যাত্রীদের।যেসব চক্র এই আতঙ্ক ছড়িয়ে যাত্রী পরিষেবাকে ব্যাহত করতে চায়,তাদের কিনারা করার দাবি তুলেছে বিমান যাত্রীরা।এই অবস্থায় বিমানের নিরাপত্তায় বাড়ানো হচ্ছে আরও নজরদারি।

Related Articles