রাজ্যের খবর

চারদিন ধরে নিখোঁজ, অবশেষে দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিজেপি নেতার মৃতদেহ

BJP leader's body found after missing for four days from party office

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায় এক বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে দলীয় কার্যালয়ের ভেতর থেকে। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম পৃথ্বীরাজ নস্কর, যিনি মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিডিয়া কনভেনারের দায়িত্বে ছিলেন।

পৃথ্বীরাজ নস্কর সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, সোমবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কখনও ফোন বাজছিল, কখনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকায় ঘটেছে। পুলিশ পৃথ্বীরাজের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পৃথ্বীরাজের ভাই অভিযোগ করেছেন, দলীয় কার্যালয়টি বিশেষভাবে ব্যবহৃত হতো না এবং বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরিবারের তরফে এই ঘটনার সঙ্গে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পৃথ্বীরাজের দাদা জানিয়েছেন, ‘‘আমি কিছু বলার মতো অবস্থায় নেই। কে বা কারা এই কাজ করেছে, আমার জানা নেই। আমরা খুনিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’’

Related Articles