খেলা

সঞ্জুর অনবদ্য ব্যাটিং, সঙ্গে বরুণ-বিষ্ণোইয়ের বোলিংয়ে প্রোটিয়া বধ ভারতের

Sanju's impeccable batting, along with Varun-Bishnoi's bowling, thrashed the Proteas in India

Truth Of Bengal: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে অনবদ্য ব্যাটিং উপহার দিলেন সঞ্জু স্যামসন। সঞ্জুর ব্যাট থেকে এল দূরন্ত এক শতরান। এর ফলেই টি-টোয়েন্টিতে টানা দুটি ম্যাচে শতরান করে ফেললেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সঞ্জুর পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে জ্বলে উঠলেন ভারতের দুই স্পিনার রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। কার্যত এই তিন ত্রয়ীদের কাছেই শেষ পর্যন্ত হার মানলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ভারত ম্যাচ জিতল ৬১ রানে।

শুক্রবার টসে জিতে ডারবানের ২২ গজে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু সঞ্জু স্যামসনের এইরকম ঝড়ো ইনিংসের সামনে তাঁদের মুখোমুখি হতে হবে তা হয়তো ম্যাচের আগে স্বপ্নেও কল্পনা করতে পারেননি  দক্ষিণ আফ্রিকার অধিনায়ক  এই়ডেন মার্করাম। মাত্র ৫০ বলে ১০টি ছয় এবং ৭টি চারের সাহায্যে নিজের এই শতরান পূর্ণ করলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। কিন্তু বাকি ব্যাটসম্যানরা! তাঁরা সেইভাবে মাথাই তুলতে পারলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে। ব্যর্থের তালিকায় রইলেন হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে রিঙ্কু সিংরা। তবুও ভারত নির্ধারিত ২০ ওভারে ২০৩ রানের টার্গেট খাড়া করতে সক্ষম হয় সঞ্জুর দূরন্ত শতরানের জেরেই।

এরপরই ভারতের স্পিন বোলিংয়ের সামনে পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন প্রোটিয়া ব্যাটাররা। একদিকে বিষ্ণোই, অপর দিকে বরুণ চক্রবর্তী। দুজনেই চার ওভার হাত ঘুরিয়ে তিনটি করে উইকেট ঝুলিতে ভারতের জয় হাসিল করে দেন। মাত্র ১৭.৫ ওভারেই ১৪১ রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। প্রথম ম্যাচে জয়ের ফলে আগামী রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত।

Related Articles