খেলা

এএফসির জয়ের ধারা আইএসএল-ও ধরে রাখতে মরিয়া অস্কার

Oscar is desperate to continue AFC winning streak in ISL

Truth Of Bengal: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি আইএসএল-র আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। ইস্টবেঙ্গলের মুখোমুখি মহমেডান। এবারই প্রথম ভারতীয় ফুটবলের এই মেগা ইভেন্টে পরস্পরের মুখোমুখি কলকাতার এই দুই দল। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো জানান, সদ্য ভুটানের মাটিতে আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছি। কিন্তু আইএসএল-এর আসরে আমাদের এখনও অধরাই রয়ে গিয়েছে জয়। এবর কাঙ্খিত সেই জয়ের লক্ষ্য নিয়েই শনিবার ইস্টবেঙ্গল মাঠে নামবে বলেই জানান অস্কার।

তিনি আরও জানান, আমরা দীর্ঘদিন জয় পাচ্ছিলাম না। এএফসি-তে যে পারফরম্যান্স করে আমরা সাফল্য পেয়েছি এবার আইএসএল-ও সেইভাবে সাফল্য পেতে চাই। এএফসি এবং আইএসএল সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট। কাজেই আমাদের সেই মতো পরিকল্পনা করেই প্রতিটা ম্যাচে খেলতে হবে বলেও জানান লাল-হলুদ কোচ।

অস্কার জানান, তাঁর দলের প্রতিটি খেলোয়াড় শনিবার ম্যাচে তাঁদের সেরা খেলাটাই উপহার দিতে তৈরি রয়েছেন। মানসিকভাবেও তাঁরা আগের থেকে এখন অনেকটাই চাঙ্গা। ফলে খেলোয়াড়রা যদি তাঁদের সেরাটা দিতে পারেন তাহলে জয় পেতে কোনও অসুবিধা হবে না বলেই মত অস্কারের। বর্তমানে পয়েন্ট টেবিলের সবার নীচে রয়েছে তাঁর দল। এমনকি মহমেডান, হায়দরাবাদ এফসির মতো দলও রয়েছে ইস্টবেঙ্গলের ওপরে। কিন্তু এসব নিয়ে একেবারেই ভাবতে নারাজ অস্কার। তিনি জানান, আইএসএলের আসরে এখনও অনেক ম্যাচ বাকি আছে আমাদের। সেই ম্যাচগুলি থেকে যদি পুরো পয়েন্ট পাওয়া যায় তবে সুপার সিক্সে এখনও যাওয়ার সুযোগ এখনও ইস্টবেঙ্গলের সামনে রয়েছে বলেই মনে করেন লাল-হলুদের হ্যাডস্যার।  তবে মহমেডান ম্যাচে লাল-হলুদ রক্ষণভাগ সামলানোর জন্য হয়তো ভারতীয়দের ওপরই দায়িত্ব দেবেন অস্কার। সেক্ষেত্রে হয়তো ডিপ ডিফেন্সে আনোয়ারের সঙ্গে জুটি বাঁধতে পারেন জিকসন। তবে প্রথম একাদশে কারা খেলবেন বলে তা ম্যাচের আগেই ঠিক করবেন বলেও জানান তিনি।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে প্রতিপক্ষ মহমেডান সম্পর্কেও যথেষ্ট প্রশংসা শোনা গেল অস্কারের গলায়। তিনি বলেন, মহমেডান যথেষ্ট ভালো দল। ওঁদের দলের অ্যালেক্সিস, ফ্রাঙ্কার মতো খেলোয়াড় আছেন। যাঁরা যে কোনও সময় খেলার ফল পাল্টে দিতে পারেন। তবে কাশিমভ-ফ্রাঙ্কাদের প্রশংসা করলেও তাদের অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ অস্কার।

কোচের মতো একই সুর শোনা গেল ফুটবলার নন্দকুমারের গলাতেও। তিনিও জানালেন, আমরা জয় পাচ্ছিলাম না। এবার সেই জয় আমরা পেয়েছি। কাজেই আর পিছনের দিকে তাকাতে নারাজ আমরা। আশাকরি শনিবার জয় নিয়েই মাঠ ছাড়তে পারবেন বলে মনে করেন লাল-হলুদ শিবিরের সবার প্রিয় নন্দা।

Related Articles