৩৬ বছর পর উঠল নিষেধাজ্ঞা, দেশে আনতে পারবেন সলমন রুশদির বিতর্কিত বই
Ban lifted after 36 years, Salman Rushdie's controversial book can be brought into the country

Truth Of Bengal: প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে সলমন রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ৩৬ বছর পর, দিল্লি হাই কোর্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
সেই সময় রাজীব গান্ধী সরকার বইটির আমদানি বন্ধ করার আদেশ জারি করেছিল। তবে ২০১৯ সালে সন্দীপন খান নামে এক ব্যক্তি এই নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি রেখা পল্লি ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। আদালত জানায়, ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’ বা অন্য কোনো সংস্থা ১৯৬২ সালের শুল্ক আইনের অধীনে এই নিষেধাজ্ঞার নথি খুঁজে বের করতে পারেনি।
এই প্রেক্ষিতে আদালত জানায়, “আমাদের হাতে কোনো নথি না থাকায় আমাদের মেনে নিতে হচ্ছে যে এমন কোনো নিষেধাজ্ঞা বৈধ ছিল না।” এর ফলে মামলাকারী সন্দীপন খানকে বইটি বিদেশ থেকে আনতে আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত, ‘দ্য স্যাটানিক ভার্সেস’ রুশদির পঞ্চম উপন্যাস এবং এটি প্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ১৯৮৯ সালে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খোমেইনি এই বইয়ের জন্য রুশদির বিরুদ্ধে মৃত্যু-ফতোয়া জারি করেন। সেই ফতোয়ার ফলে রুশদি দীর্ঘ সময় অন্তরালে থাকতে বাধ্য হন।