খেলা

ইতালিয়ান ক্রিকেটার দ্রাকা আইপিএল-র নিলামে

Italian cricketer Draca up for auction in IPL

Truth of Bengal: গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে ফুটবল খেলার অন্যতম একটি দেশ হিসেবে যতটা পরিচয় রয়েছে ইতালির, কিন্তু ক্রিকেটের বেলায় তা নয়। স্বাভাবিকভাবেই যদি কাউকে জিজ্ঞাসা করা হয় ইতালিয়ানরা এবার থেকে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলছেন তাহলে হয়তো ভ্রু কুঁচকাবেন অনেকেই। দেশটি আইসিসির কোনও টুর্নামেন্ট খেলার যোগ্যতা এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি। অথচ সেই দেশরই এক তরুণ ক্রিকেটার এবার চলতি আইপিএল-র নিলামে অংশ নিচ্ছেন। যা দেখে কিছুটা হলেও যেন অবাক হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই।

এবার আইপিএল-র নিলামে অংশ নেওয়া ওই ক্রিকেটার হলেন টমাস দ্রাকা। তিনি আইপিএল-এর নিলামে অংশগ্রহণ করছেন শুনে এখন তাঁকে নিয়ে জোড় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অন্যত্রও। জাতীয় দলের জার্সিতে দ্রাকার অভিষেক হয় চলতি বছরের জুন মাসে। ইতালির জার্সি গায়ে তিনি খেলেছেন মোট চারটি ম্যাচ। অভিষেক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন তিনি। জুন মাসে তাঁর অভিষেক হলেও ইতিমধ্যে ইতালির হয়ে খেলে ফেলেছেন আটটি ম্যাচ।

কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ইতালির দ্রাকা খুব একটা পরিচত নন। টি-টোয়েন্টিতে তাঁর অভিজ্ঞতা বলতে কেবলমাত্র কানাডার গ্লোবাল লিগে অংশগ্রহণ করা। এবার সেই অভিজ্ঞতাকে সম্ভল করেই ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল-র নিলামে নাম লেখানো তাঁর। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে না খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে মুম্বই এমিরেটস দলে নিয়েছে তাঁকে। এখন দেখা যাক আইপিএল-র নিলামে দ্রাকাকে দলে নিতে কোন ফ্র্যাঞ্চাইজি এগিয়ে আসে তা অবশ্য জানা যাবে রিয়াধে অনুষ্ঠিত আইপিএল-র মেগা নিলামেই।

Related Articles