রাজ্যের খবর

কালীপুজোর রাত্রে হেমতপুরে রাজ্য সড়ক অবরোধ, বিক্ষোভ গ্রামীণ মানুষের

Rural people block state road in Hematpur on Kali Puja night, protest

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- কালী পুজোতে মেলা বসতে বাধা দেওয়াই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের হেমতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় একশ বছরেরও বেশি সময় ধরে সেখানে হয়ে আসছে কালীপুজো আর সেই কালীপুজোকে ঘিরে হয় মেলা।

প্রত্যেক বছর সুষ্ঠ ভাবে হয়ে থাকে কালিপুজো ও মেলা। কিন্তু এই বছর কোনো এক ব্যাক্তি ওই মেলা বন্ধ করার জন্য অবজেকশন দেয়। আর তাতেই ক্ষিপ্ত হন গ্রামের সাধারণ মানুষ। এর জেরে রাস্তার উপরে থাকা ব্যারিকেড দিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন ওই গ্রামের মানুষজন। রাজ্য সড়কের ওপর যানজট সৃষ্টি হয়।

দীর্ঘক্ষণ যানজটের ফলে আটকে থাকতে হয় যাত্রীবাহী বাস সহ পন্য বাহী ট্রাকগুলিকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। অবশেষে পুলিশের কথা মতো অবরোধ তুলে নেন অবরোধ কারীরা। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles