কোথায় আছে রঘু ডাকাতের পূজিতা মা কালী, কালীপুজোর আগে চলুন ঘুরে আসি
Where is Raghu Dakat's worshiped mother Kali

Truth of Bengal, মৌ বসুঃ কালী শব্দের অর্থ হল, ‘কালং লীয়তে ইতি’–অর্থাৎ কালকে যিনি জয় করেন তিনিই কালী। পার্থিব জগতের যা কিছু ইন্দ্রিয় বায়ুগাহ্য তাকে যিনি জয় করেন ও পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন তিনিই কালী। গুণগত দিক থেকে দেবী কালী রজোগুণদ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্ত্বগুণ দ্বারা পালনকর্ত্রী আর তমোগুণ দ্বারা সংহারকর্ত্রী। বাংলা হল শক্তিপীঠ, কালীক্ষেত্র।
সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন কালীমন্দির যেমন, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় রয়েছে রঘু ডাকাতের পূজিতা মা কালীর মন্দির। ১৮-১৯ শতকে বাংলায় ছিল বিশে, বোদে ও রঘু ডাকাতের দাপট। এসব ডাকাতরা আজও প্রসিদ্ধ। এদের মধ্যে খ্যাতিতে রঘু ডাকাত ছিল সবার ওপরে। পূর্বে যশোর, উত্তর নদিয়া আর দক্ষিণে চন্দননগর পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর এলাকা।
ভোল বদলে ওস্তাদ ছিল রঘু ডাকাত। এক জায়গায় কখনো থাকত না। তাঁর প্রকৃত বাড়ি কোথায় কেউ জানত না। কালীরই উপাসক ছিল রঘু। তাঁর আরাধ্য ডাকাতকালীই লোকমুখে প্রচারিত হয় রঘু ডাকাতের কালী রূপে। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার প্রাচীন নাম ছিল কাঞ্চনপল্লী। কাঁচরাপাড়া স্টেশনের কাছে রয়েছে এই মন্দির। রাস্তার পাশে ৫ চূড়াবিশিষ্ট দক্ষিণমুখী মন্দির।
গর্ভমন্দিরে তেল সিঁদুর রাঙানো আবছা খোদিত নিমগাছের গোড়াকেই মা কালীর প্রতীক হিসাবে পুজো করা হয়। মনে করা হয়, প্রাচীন নিমগাছের গোড়ায় বসে মা কালীর পুজো করতেন রঘু ডাকাত। নিমগাছরূপী মা কালীর বিগ্রহের ঠিক পেছনে রয়েছে মা কালীর ছোট্ট বিগ্রহ। বছরের পর বছর ধরে নিত্য পুজো হয়ে আসছে। মন্দির লাগোয়া ছোট্ট ঘরে আছে শ্বেতপাথরের সীতারাম, কষ্টিপাথরের শ্রীকৃষ্ণ, পেতলের শ্রীরাধা, গোপাল-সহ অন্য দেবদেবীর বিগ্রহ।