প্রযুক্তি

স্বল্প মূল্যে ব্লুটুথ কলিংসহ মেটালিক বডির নয়া স্মার্টওয়াচ আনল Noise

Noise has launched a new metallic body smartwatch with Bluetooth calling at a low price

Truth Of Bengal: মৌ বসু: দীপাবলিতে নতুন স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করেছেন? তাহলে কিনতে পারেন Noise সংস্থার নয়া মডেলের স্মার্টওয়াচ NoiseFit Dive 2। দীপাবলি উৎসবের ঠিক আগেই Noise ভারতে আনল NoiseFit Dive 2 স্মার্টওয়াচ। নয়েজের নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে।

স্মার্টওয়াচে ১০০টি ওয়াচ ফেস ছাড়াও হার্ট রেট ট্র্যাকিং, এসপি০২ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস পরিমাপ করতে পারবেন ব্যবহারকারীরা। নয়েজের নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে‌ ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে। এর জন্য এতে ডেডিকেটেড মাইক, স্পিকার রয়েছে। এটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সুবিধা আছে। সাইকেল ট্র্যাকিং, অ্যাডভান্স সাইকেল ট্র্যাকিং, সাইকেল ক্যালেন্ডারের মতো অভিনব ফিচারও আছে।

এই স্মার্টওয়াচ ফুল চার্জে ৪ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে ১০০ স্পোর্টস মোড সাপোর্ট রয়েছে। এছাড়া নয়েজফিট ডিভা ২ স্মার্টওয়াচে আইপি৬৮ রেটিং সুবিধা আছে যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। নয়েজের নয়েজফিট ডিভা ২ এর সিলিকন ও লেদার স্ট্র্যাপ স্মার্টওয়াচের দাম ৪,৪৯৯ টাকা। রোজ পিঙ্ক, সিলভার ব্লু, ক্ল্যাসিক ব্লু রঙে মিলবে এই স্মার্টওয়াচ। এর একটি মেটালিক ভ্যারিয়েন্টের দাম ৪,৯৯৯ টাকা। এটি রোজ লিঙ্ক ও ব্ল্যাক লিঙ্ক শেডে মিলবে। নয়েজের নয়েজফিট ডিভা ২ আগামী ২৯ অক্টোবর থেকে নয়েজ ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।

Related Articles