মাদক পাচারের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, এসটিএফের জালে অভিযুক্ত
Allegation of drug trafficking against BJP leader

Truth of Bengal: এবার কোটি টাকার মাদক পাচার করার অভিযোগে এসটিএফের হাতে গ্রেপ্তার হল এক বিজেপি নেতা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক কোন্দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাঁকসা থানার পানাগড়ের বিডিও মোড় সংলগ্ন পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের আন্ডারপাশের নিচে এক ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখে প্রথমে সন্দেহ হয় টহলরত পুলিশের।
জিজ্ঞাসাবাদের জন্যেকাঁকসা থানার পুলিশ তাকে আটকালে ততক্ষণে বিশেষ সূত্র মারফত খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় এসটিএফও। এরপরে এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ যৌথভাবে ওই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অজিতকুমার দাস।বুদবুদ থানার শুকডাল গ্রামের বাসিন্দা। অজিত দাস বিজেপির বুদবুদ মন্ডলের আহ্বায়ক।
জানা যায়, অভিযুক্ত উত্তরবঙ্গে যাওয়ার ছক কষেছিল। যদিও সেই ছক বানচাল করে পুলিশ। হাতেনাতে পাকড়াও করেঅজিত কুমার দাসেরব্যাগ থেকে উদ্ধার হয় ১ কেজি ১২০ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি ট্রেনের টিকিটও। মাদক পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত এবং এই বিপুল পরিমাণ মাদক ধৃত কোথায় বা কাকে সরবরাহ করতো তা ধৃতকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে পুলিশ। অপরদিকে ধৃতের বিজেপি যোগ নিয়ে চরম রাজনৈতিক বিবাদের সৃষ্টি হয়েছে।