কলকাতা
বাতিল কর্মীদের ছুটি, ‘দানা’র মোকাবেলায় তৎপর কলকাতা পুরসভা
Calcutta Municipality active to deal with canceled staff leave, 'Dana'

Truth Of Bengal: ‘দানা’র দাপট রুখতে বৃহস্পতিবার ও শুক্রবার সকল কর্মীর ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। এর সঙ্গে প্রতিটি দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে অন্য দফতরের যোগাযোগ রাখতে বলা হয়েছে। বুধবার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার রাতভর মেয়র-সহ সবাই কন্ট্রোল রুমে থাকব। সমস্ত বরোয় আলাদা দল মজুত রাখা হচ্ছে। গাছ ভেঙে পড়লে সেই দল দ্রুত পৌঁছে গাছ কেটে সরাবে।’’
সোমবারের এক বৈঠকে পুর কমিশনার নির্দেশ দিয়েছিলেন, শহরে পুজোর সমস্ত ব্যানার–হোর্ডিং ও বাঁশ খুলে নিতে হবে। এর পর ব্যানার, হোর্ডিং খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছিলেন একজন পুর আধিকারিক। ওই আধিকারিক আরও জানান, ‘‘অতি বিপজ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হলেও অনেকেই সরছেন না। বৃহস্পতিবার সকালে তাঁদের নিকটস্থ স্কুলবাড়িতে সরে যেতে বলা হবে।’’