৬ বছর পরে মিলল সাজা, ২০ বছরের জন্য কারাদণ্ডের ঘোষণা
Sentenced after 6 years, sentence announced for 20 years

Truth Of Bengal : ২০১৮ সালে দিল্লিতে ঘটে এক পাশবিক ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক গাড়িচালকের বিরুদ্ধে। বছর চুয়াল্লিশের অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো আদালত। ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে নির্যাতিতাকে।
প্রসঙ্গত, ঘটনাটি যখন ঘটেছিলো তখন নির্যাতিতার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। পেশায় গাড়িচালক ওই ব্যক্তি প্রত্যেকদিন মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং স্কুল শেষে আবার বাড়ি পৌঁছে দিত। ২০১৮ সালের অগস্ট এবং অক্টোবরের মধ্যে একাধিকবার যৌন হেনস্থার শিকার হতে হয় শিশুটিকে। বিষয়টি নজরে আসতে পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি চলছিল বলে খবর। এই মামলার নিস্পত্তি ঘটলো অবশেষে। বিচারক বলবিন্দর সিংহ এই মামলা শোনেন। পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে।