কলকাতা

চলন্ত ট্রেনে তরুণীকে হেনস্থা, গ্রেফতার ৩

Harassment of young woman in moving train, arrested 3

The Truth Of Bengal: প্রতিদিন হাজার হাজার মানুষ শিয়ালদহ থেকে লোকাল ট্রেনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নিজেদের গন্তব্যে। আর এবার সেই ট্রেনেই উঠল হেনস্থার অভিযোগ। দাবি করা হয়েছে, প্রথমে ট্রেনের মধ্যে এক তরুণীকে হুমকি ও হেনস্থা করা হয়। শিয়ালদহ স্টেশান আসতেই তরুণীর সঙ্গীকে প্লাটফর্মে ফেলে মারধর করে অভিযুক্তরা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, শিয়ালদহগামী ওই চলন্ত ট্রেনে তরুণীর বিভিন্ন ছবি তোলার চেষ্টা করা হয়েছে। এমনকি সেসব ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকিও দিয়েছে অভিযুক্তরা। প্রতিবাদ করতে গেলে বেধরক মার খায় তরুণীর বন্ধু।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯.৩০-৯.৪৫-এর মধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখার ২১ নম্বর প্লাটফর্মে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, জিআরপি আউটপোস্টে পুলিশের সামনে বসে অভিযুক্তরা তরুণী ও তাঁর বন্ধুকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তরুণী রাতেই লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রথমে আটক করলেও পরে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপি।

তরুণী জানিয়েছেন, তাঁরা একসঙ্গে ঢাকুরিয়া থেকে শিয়ালদহগামী ট্রেনে উঠেছিল। এরপর পার্ক সার্কাস থেকে তিন যুবক ওঠে ওই ট্রেনে থেকে। তরুণী বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ছবি তোলার চেষ্টা করে, বলে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব। আমি কে জানিস না।”

এরপর ওদের মধ্যে একজন শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই হঠাৎ তরুণী গালে সপাটে চড় মারে আর তার পরেই অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। অভিযোগ উঠেছে, এর পরেই ওই তিন যুবক তরুণীর বন্ধুর উপর চড়াও হয়। প্লাটফর্মে ফেলে মারধরও করে যুবককে। কিন্তু সে সময় কোন পুলিশের দেখা পায়নি পুলিশ। তিনি বলেন, “লিখিত অভিযোগ দায়ের করার সময়ও ওই তিনজন পুলিশের সামনে বলতে থাকে, কার গায়ে হাত দিয়েছিস জানিস না। দেখে নেব। জানিস না আমি কে।”

Related Articles