শিক্ষা

প্রকাশিত ইউজিসি নেট পরীক্ষার ফল

Published UGC NET Exam Result

Truth Of Bengal: আগস্ট-সেপ্টেম্বরে হয়েছিল পরীক্ষা। পড়ুয়াদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ইউজিসি নেটের জুন মাসের পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রতি বছর জুনিয়র রিসার্চ ফেলো ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য জুন আর ডিসেম্বরে নেট পরীক্ষা নেয় ইউজিসি। কিন্তু এবছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে জুনের পরীক্ষা বাতিল হয়। পরে ২১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হয়।

কীভাবে দেখা যাবে পরীক্ষার ফল?

পরীক্ষার ফল দেখা যাবে এনটিএ’র অফিশিয়াল ওয়েবসাইটে (ugcnet.nta.ac.in)। পরীক্ষার স্কোরকার্ড বা রেজাল্ট ডাউনলোড করতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নিজেদের আবেদনের নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এনটিএ’র অফিশিয়াল ওয়েবসাইট গেলেই হোমপেজে দেখা যাবে ‘UGC NET June 2024 Result’ লিঙ্ক ফ্ল্যাশ করছে। ওখানে ক্লিক করুন। নতুন লগ ইনের পেজ খুলে যাবে। নির্দিষ্ট তথ্য দিয়ে সাবমিট করুন। রেজাল্ট ডাউনলোড করে নিন। এছাড়াও আরও যে সব ওয়েবসাইট মারফত অনলাইনে পরীক্ষার ফল দেখা যাবে তা’হল- nta.ac.in, ugcnet.nta.ac.in, ugcnet.ntaonline.in।

Related Articles