দেশ

দিল্লি এইমসের প্রধান নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

women physically harassed by chief security officer of delhi aiims hospital

Truth Of Bengal, Barsa Sahoo : এ যেন রক্ষকই ভক্ষক! হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব যার কাঁধে থাকে খোদ তিনিই নাকি এক মহিলাকে শ্লীলতাহানি করেছেন। মানে খোদ রক্ষকের বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির এইমস হাসপাতালে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক মহিলার অভিযোগ, দিল্লি এইমস হাসপাতালের মুখ্য নিরাপত্তা আধিকারিক তার শ্লীলতাহানি করেছেন।

Related Articles