পাচারের আগেই ২৫টি গরু উদ্ধার বিধাননগর পুলিশের, গ্রেফতার অভিযুক্ত
Bidhannagar police recovered 25 cows before trafficking, accused arrested

Truth Of Bengal : ফের একবার সাফল্য পেল পুলিশ। বেশ কয়েকদিন আগেই পিয়াজের বস্তার আড়ালে গরু পাচার উঠেছিল পুলিশ। এই রেশ কাটতে না কাটতেই ফের একবার গরু পাচার রুখল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুনি এলাকায় অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ। এরপর সেখানে একটি লরি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু।
এই ঘটনায় লরির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম খাবিন হোসেন (২২)। সে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লরি থেকে মোট ২৫ টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গুরু বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধাননগর থানার পুলিশ। এর পাশাপাশি বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ গরু ও মহিষ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।