দেশ

ফের রেল দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

Another rail accident, Lokmanya Tilak Express derailed in Assam

Truth Of Bengal : এবার আবারও রেল দুর্ঘটনার শিকার হল লোকমান্য তিলক এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার বিকালে অসমের হাফলংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির পাওয়ার কার ও ইঞ্জিন-সহ মোট ৮টি কামরা বেলাইন হয়ে গেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা আকাশবাণীকে জানিয়েছেন, “লামডিং থেকে ত্রিশ কিলোমিটার দূরে দিবালং এলাকায় ট্রেনটি বেলাইন হয়ে যায়। আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে, তাতে কোনও হতাহত হয়নি।”

দুর্ঘটনার পর লামডিং থেকে মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা ও দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে রেলের পক্ষ থেকে সবরকম চেষ্টা চলছে। আপাতত, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। এখন দেখার বিষয়, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়।

 

Related Articles