ওপার বাংলা

রাজনীতির ময়দান থেকে আওয়ামী লীগকে হটাতে গণবিক্ষোভ

Mass protests to remove Awami League from the political arena

Truth Of Bengal: বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও, রাজনৈতিক উত্তেজনা কমছে না। বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিয়েছেন, আর তাঁর দল আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করছে। তবে এই সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভও সামনে এসেছে। শুক্রবার ঢাকাসহ বিভিন্ন শহরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে রাস্তায় নামেন একদল প্রতিবাদী।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান তুলে প্রতিবাদ জানায়। উত্তরায় একটি মিছিলের পরেই বিক্ষোভ তীব্র হয়, যেখানে আওয়ামি লিগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের নিষিদ্ধ করার দাবি করা হয়। গ্রেপ্তারি অভিযানও শুরু হয় এবং মিছিলে অংশ নেওয়া লোকজনকে আটক করা হয়। এক প্রতিবাদকারী জানান, “যে দল মানুষ হত্যা করে, গুম-খুনের মাধ্যমে রাজনীতি চালায়, তাদের রাজনীতি করার অধিকার নেই।”

এছাড়া, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ শুধু বিরোধী দলের নয়, তথাকথিত ‘বিপ্লবী’ ছাত্ররাও এই আন্দোলনে যোগ দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আসলেই  আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না? প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে, তবে এটি নির্বাচন কমিশনের ওপরও নির্ভরশীল।

বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি এবং তাই সরকারের বৈধতা নিয়ে সংশয় রয়েছে। কোনো অন্তর্বর্তী সরকার কি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অন্যদিকে, দেশে মূল্যবৃদ্ধি, সংখ্যালঘু নির্যাতন এবং অপরাধ বৃদ্ধির মতো নানা ইস্যু নিয়ে জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। এছাড়া, ধর্ষণ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদেও সরকারের উপর চাপ বাড়ছে। এসব কারণে, ইউনুস এই মুহূর্তে  আওয়ামী লীগের বিরুদ্ধে কোনও বিতর্কে জড়াতে চান না।

Related Articles