Truth Of Bengal: বাংলাদেশে কি ফিরছে শেখ হাসিনা? আবারও কি রাজনীতির ময়দানে উঠে দাঁড়াবে আওয়ামী লীগ? সম্প্রতি এই জল্পনাই চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। সোমবার ভার্চুয়াল বৈঠকে কর্মী সমর্থকদের আশ্বস্ত করেন শেখ হাসিনা। দলীয় কর্মীদের হওয়া অন্যায়ের বিচার হবে বলেও হুঙ্কার দিয়েছেন মুজিব কন্যা। কিন্তু কবে নিজের দেশে ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করেননি।
দেশ ছেড়ে গেলেও একটুও ভেঙে পড়েননি হাসিনা। আজও সেই লড়াকু মনোভাব বজায় রয়েছে তাঁর মধ্যে। দলকে পুনরুজ্জীবিত করতে দেশে ফেরার আশ্বাস দিয়েছেন তিনি। দীর্ঘ প্রায় ৭ মাস ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। যার তদন্ত বহাল রেখেছে দুর্নীতি দমন কমিশন।
সিজ করা হয়েছে হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কারাবাসের ষড়যন্ত্র করছে ইউনুস সরকার। এমনটাই দাবি তুলে উদ্বেগে রয়েছে দল। রবিবার হাসিনাপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দলের কর্মী সমর্থকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ”চিন্তা করবেন না। আসতেছি আমি। আল্লা সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। ”শহীদ পরিবারগুলিকে ধৈর্য্য রাখার বার্তা দেন। আওয়ামী সদস্যদের উপর যে অত্যাচার চলছে, তাঁর বিচার হবে বলেও আশ্বস্ত করেন মুজিব কন্যা। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার আইনজীবী সমিতির সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অভিযোগ, আওয়ামীপন্থী একদল আইনজীবী লাঠি, রড, এমনকি পিস্তল নিয়ে হামলা চালান। সেই ঘটনায় রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয় ৯৩ জন আইনজীবী। তারা সকলেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সমর্থক। তারা এসেছিলেন জামিন চাইতে, কিন্তু ফিরলেন হাতকড়া পরে। ৮৪ জনের জামিন আবেদন খারিজ করে তাঁদের পাঠানো হয়েছে কারাগারে। জামিন পেয়েছেন ৯ জন। সেই বিষয়েও ক্ষোভ উগরে দেন হাসিনা।