Truth Of Bengal: চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। কার্যত সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই মুহূর্তে অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি EC নিচ্ছে না। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে কমিশন। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই বিষয়ে তথ্য দেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি কম পরিবর্তনের মধ্যে নির্বাচন করতে হয় এবং রাজনৈতিক দলগুলোর মতৈক্য থাকে, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। তবে আরও কিছু সংস্কারের সুযোগ থাকলে, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব।”
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ উঠলে, নির্বাচন কমিশনার জানায়, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সব স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করতে এক বছর সময় লেগে যায়। তাই জাতীয় নির্বাচন এখন কমিশনের প্রধান অগ্রাধিকার। তবে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয়, তাহলে কমিশন তা বাস্তবায়ন করবে। নির্বাচন কমিশনার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে। পরে ইসি নির্ধারণ করবে, এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না।”
বৈঠকে ইউএনডিপি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “আমরা নির্বাচন কমিশনকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করছি। আমরা আশা করি, এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।”