ওপার বাংলা

চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে রুল জারি বাংলাদেশ হাইকোর্টের

Bangladesh High Court issues rule on Chinmoy Krishna's bail

Truth Of Bengal: ২ মাস অতিক্রান্ত। এখনও জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস। বারংবার জামিন খারিজ করে দেয় আদালত। কিন্তু কেন? এবার জামিন না দেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করে।

রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতাকে কেন জামিন দেওয়া হবে না? মঙ্গলবার সেই প্রশ্নই উঠে আসে হাইকোর্টে। আদালতে জামিন আবেদনের পক্ষে সওয়াল করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে সওয়াল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সেই শুনানিতে দুই সপ্তাহের রুল জারি করে বিচারপতি।

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় ৩১ অক্টোবর। সেই মামলায় গত বছর ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন খারিজ করে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরেই চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে। পরে ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারপতি। এরপরেই চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন।