আসানসোলে সিলিকোসিসে আক্রান্ত যুবকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি মৃতের পরিবারের
Youth dies of silicosis in Asansol, family demands compensation

Truth of Bengal: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুরের বনজেমারি এলাকার বাসিন্দা মনিলাল হেমব্রম (২৯) সিলিকোসিসে আক্রান্ত হয়ে রবিবার সকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকার মধ্যে।
জানা গিয়েছে, মনিলাল হেমব্রম সিলিকোসিসে আক্রান্ত হন গত জানুয়ারি মাসে। জেলা প্রশাসন তার সিলিকোসিসের পরিচয় পত্র প্রদান করে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়। চলতি মাসে তিনবার তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছিল। এর আগের বার, বিধায়ক অগ্নিমিত্রা পলও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসানসোল জেলা হাসপাতালে যান। তবে, শনিবার রাতে তার শারীরিক অবস্থা আবার খারাপ হয়ে যাওয়ায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মনিলালের পরিবারের দাবি, তিনি স্থানীয় একটি ব্রিকস কারখানায় কাজ করতেন এবং সেখান থেকেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুর পর, পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা সরকারি ক্ষতিপূরণ দাবি করেছেন। স্থানীয় মানুষজনের মতে, সিলিকোসিসের কারণে অনেক শ্রমিকের মৃত্যু হচ্ছে এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত।
মনিলালের পরিবারে স্ত্রী এবং একমাত্র কন্যা ছাড়া আর কেউ নেই। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাই তার মৃত্যুতে সংসারে গভীর অভাব তৈরি হয়েছে। সরকার যদি সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তবে তার পরিবারকে কিছুটা সাহায্য মিলতে পারে, এই আশাতেই তাদের দাবি।
স্থানীয়রা জানিয়েছেন, যে কারখানায় মনিলাল কাজ করতেন, সেখানে সিলিকোসিসের মতো রোগ ছড়িয়ে পড়েছে এবং ওই রোগে আক্রান্ত হয়ে অনেকেই মারা গিয়েছেন। এমন পরিস্থিতিতে, সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা জরুরি বলে মনে করছেন তারা। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক নেতা ও সংগঠনগুলোও সিলিকোসিস আক্রান্ত শ্রমিকদের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দাবি তুলেছেন।