
Truth Of Bengal: নকল সোনা নিয়ে প্রতারণার ছক কসে কুখ্যাত দুই দুষ্কৃতিদের সঙ্গে আগ্নেয় অস্ত্রসহ ধরা পড়ল মথুরাপুরের যুবক। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় আসল সোনা বলে নকল সোনা নিয়ে প্রতারণার প্রতারণা করার আগেই আগ্নেয়অস্ত্র সহ গ্রেফতার তিন কুখ্যাত দুষ্কৃতী।
গোপন সূত্রে খবর আসে ফ্রেজার গঞ্জ কোস্টাল থানার পূর্ব অমরাবতী গ্রামে একটি বাড়িতে তিন দুষ্কৃতী লুকিয়ে আছে। রীতিমতো ফ্রেজারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নকল কিছু সোনা ও সোনার পিন, এছাড়া একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি।
ধৃতরা তিনজনই মথুরাপুর বাসিন্দা।ধৃতরা হলো মুর্সেলিম পাইক, রাহান শেখ ও তাপস দলুই। আজ ওই তিনজনকে কাকদ্বীপ এসিজিএম আদালতে তোলা হলে আদালত তাদেরকে ৫ দিনের দিতে থাকার নির্দেশ দেন।