কঠোর শাস্তির দাবিতে মৌন প্রতিবাদ, অংশ নিলেন যুব কর্মীরা
Youth activists participate in silent protest demanding strict punishment

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে সরব হল তৃণমূল যুব সংগঠন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল এক মোমবাতি হাতে মৌন মিছিল।
বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল শুরু করেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। হাতে মোমবাতি ও মুখে নীরব প্রতিবাদ নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় মাচানতলায়। সেখানেই অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
এই হামলা শুধু দেশের উপর আঘাত নয়, মানবতার উপরও কুঠারাঘাত। কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি — যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না দেখাতে পারে। এই শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হন বহু স্থানীয় যুব কর্মী ও সাধারণ মানুষও। মিছিলে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ এবং শোকের ছাপ। প্রতিবাদের মাধ্যমে বার্তা দেওয়া হয় যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ একজোট, এবং শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই আশাবাদও ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।